আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : সনাতন ধর্মাবোলম্বীদের দোল পূর্ণিমা উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল থেকে মন্দিরে মন্দিরে পূজার আয়োজন করা হয়। এছাড়াও নিজেদের বসতবাড়িতে ভগবান শ্রী কৃষ্ণের পুজা-অর্চনঅ করেন সনাতন ধর্মাবোলম্বীরা। পরে আবীর ও রঙ খেলায় মেতে ওঠেন সব বয়সের নারী-পুরুষ ও শিশুরা।

দোল উৎসবে সবচেয়ে বড় আয়োজন ছিলো বরিশাল নগরীর শ্রী শ্রী শংকর মঠে। এখানে পুজা উদযাপন কমিটির আয়োজনে সকালে শিব পুজার মধ্যদিয়ে উৎসবের শুরু হয়।

সকাল সাড়ে দশটার দিকে দোল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধণ করেন পুজা উদযাপন কমিটির উপদেষ্টা ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের সাবেক ট্রাষ্টি ভানু লাল দে। পরে মঠ প্রাঙ্গনে তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ আবীর খেলায় মেতে ওঠে দিন ব্যাপি চলে হলিখেলা।

(টিবি/এএস/মার্চ ২৫, ২০২৪)