বগুড়া প্রতিনিধি : বগুড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১১৫ জন গ্রেফতার হয়েছে। রবিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা ভাঙচুর, নাশকতাসহ বিভিন্ন মামলার আসামী।

বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার উজ্জল কুমার রায় জানান, রবিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে জেলার সদর থানায় ৪৫ জন, সোনাতলায় ৬, গাবতলীতে ৫, সারিয়াকান্দিতে ২, ধুনটে ৭, শেরপুরে ১১, নন্দীগ্রামে ৬, আদমদীঘিতে ৭, দুপচাঁচিয়াতে ৩, কাহালুতে ৩, শাজাহানপুরে ৫ এবং শিবগঞ্জ থানা পুলিশ ৮ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় ওয়ারেন্ট রয়েছে।

বগুড়া সদর থানার ওসি ফয়জুর রহমান জানান, সদর থানা পুলিশ গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে জামায়াত শিবিরের নেতাকর্মী রয়েছে।

বগুড়া পুলিশ সুপার মোজাম্মেল হক পিপিএম জানান, সন্ত্রাসী ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যহত থাকবে।

(এএসবি/এইচআর/নভেম্বর ১৬, ২০১৪)