ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষ্যে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা ঘটে। সূর্যোদয়ের সাথে সাথে স্বাধীনতা অম্লান স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ। এরপর পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন.বিএনপি, জাতীয় পাটিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর শহরের বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, বীর মুক্তিযোদ্ধা একেএম আমিনুল হকের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর একে একে আওয়ামী লীগ ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জাতির জনকের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন।সকাল ৮টায় নীলফামারী বড় মাঠে মাঠে জাতীয় পতাকা উত্তোলনের পর পুলিশ, আনসার-ভিডিপি স্কাউটসহ বিভিন্ন সংগঠনের কুজকাওয়াজ ও শারিরীক কসরত প্রদর্শণ, বীর মুক্তিযোদ্ধা, সাধারণ শিক্ষার্থী, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিকেল ৪টায় দিকে সার্কিট হাউজে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করেছেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ ও পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম। বিকেলে ডিসি গার্ডেন চত্বরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা অুনষ্ঠিত হয়। এছাড়াও জেলখানা, হাসপাতাল, এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, মসজিদ, মন্দির গীর্জায় বিশেষ প্রার্থনা, প্রীতি ফুটবল ম্যাচ, চলচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হচ্ছে।

(ওকে/এসপি/মার্চ ২৬, ২০২৪)