শ্রীনগর প্রতিনিধি : মহান স্বাধীনতা দিবসে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে উপজেলা প্রশাসনের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেয়া হলো মুজিব কোটের কাপড়। 

আজ মঙ্গলবার সকাল ১১টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা,শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের হাতে ১ টি করে রজনীগন্ধার ষ্টিক ও মুজিব কোট তৈরী করতে গেজেটভুক্ত সকল মুক্তিযোদ্ধার জন্য ১ পিস করে কালো স্যুটিং কাপড় উপহার দেওয়া হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধারা সকলে মুজিব কোট তৈরীর কাপড় উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পরেন। তারা উপহার পেয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসাইনকে ধন্যবাদ দেন।

ইউএনও মোশারেফ হোসাইনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. মসিউর রহমান মামুন।

অন্যদের মধ্যে এসময় আরও উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা সমাজ সেবা অফিসার মাহফুজা পারভীন, থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল তায়াবির, মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খাঁন, মুক্তিযোদ্ধা ইকবাল হোসেন,শ্যামসিদ্ধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেন, পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক হামিদুল্লাহ খাঁন মুন, বাঘড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু নাসের আল তানজিল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মেহজাবিন আলী প্রমুখ।

(এম/এসপি/মার্চ ২৬, ২০২৪)