শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : মায়ের জানাজা পড়ালেন প্রধান বিচারপতি এম. এনায়েতুর রহিম। তাঁর মায়ের জন্য সকলের দোয়া প্রার্থনা করে জানালেন, ‘তাঁর মা খুবই ফরেজগার ছিলেন। মানবিক ও দয়ালু ছিলেন।’

আজ বৃহস্পতিবার সকাল সড়ে ১১টায় দিনাজপুর গোর-শহী বড় ময়দানস্থ এশিয়ার সর্ববৃহৎ ঈদগাহ মাঠে প্রধান বিচারপতি (ভারপ্রাপ্ত) এম. ইনায়েতুর রহিম ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের মাতা নাজমা রহিম এর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

মায়ের জানাজায় প্রধান বিচারপতি (ভারপ্রাপ্ত) এম. ইনায়েতুর রহিম নিজে ইমামতি করেন।এর আগে তিনি তাঁর মায়ের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করে বলেন, 'আমার মা খুবই ফরেজগার ছিলেন। মা অত্যন্ত মানবিক ও দয়ালু ছিলেন। আপনারা সকলে আমার মায়ের জন্য দোয়া করবেন।'

জানাজার পূর্ব বক্তৃতায় জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম মায়ের জন্য সকলের দোয়া প্রার্থনা করেন। জানাজায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিচারক, আইনজীবী, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

জানাজা শেষে মরহুমার মরদেহ গ্রামের বাড়ি দিনাজপুর সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের জালালপুর গ্রামে নিয়ে যাওয়া হয়। বাদ জোহর পাঁচকুড় উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রসঙ্গগত: প্রধান বিচারপতির কার্যাভার পালনরত বিচারপতি এম. ইনায়েতুর রহিম এর মাতা বুধবার বেলা ৩ টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং মহান সংবিধান রচনার ৩৪ সদস্যের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য মরহুম এম আব্দুর রহিম এর সহধর্মিণী নাজমা রহিম। মৃত্যুকালে তিনি দুই পুত্র প্রধান বিচারপতি (ভারপ্রাপ্ত) এম. ইনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি ও চার কন্যাসহ অসংখ্য স্বজন গুণগ্রাহী রেখে গেছেন।

রত্নগর্ভা ‘স্বপ্নজয়ী’ মা নাজমা রহিম ২০১৮ সালের ১৩ মে জাতীয়ভাবে স্বপ্নজয়ী মা হিসেবে সম্মাননা অর্জন করেন।

(এসএস/এসপি/মার্চ ২৮, ২০২৪)