লালপুর প্রতিনিধি : নাটোরের লালপুরে পদ্মা নদীতে জেগে ওঠা চরে অবৈধভাবে বালু ও মাটি ভরাট উত্তোলন বন্ধে গ্রাম পুলিশকে পাহারার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন। 

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে এই নির্দেশ দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠি সূত্রে জানা যায়, উপজেলার ওই ইউনিয়নের তিলকপুর ও লক্ষীপুর এলাকায় পদ্মা নদীর তীর রক্ষা বাঁধের পাশে এবং ফসলী জমিতে অবৈধভাবে বালু ও মাটি ভরাট উত্তোলনের বিরুদ্ধে একটি অভিযোগের প্রেক্ষিতে ওই নির্দেশ দেওয়া হয়। তবে গ্রাম পুলিশের পাহারা অমান্য করে রাতের অন্ধকারে নদীর তীর রক্ষা বাঁধের পাশে অবৈধভাবে বালু উত্তোলন করছে ভূমিদস্যুরা বলে অভিযোগ স্থানীয়দের।

(ইউএইচ/এসপি/মার্চ ২৮, ২০২৪)