স্পোর্টস ডেস্ক : জয়ের পাশাপাশি হোয়াইটওয়াশের দেখাও পেল টাইগাররা। তিন ম্যাচের টেস্ট সিরিজে জিম্বাবুয়েকে ৩-০ ব্যবধানে হারালো বাংলাদেশ। শেষ ম্যাচে ১৮৬ রানে পরাজিত হয় জিম্বাবুয়ে।

চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষ দিনে দ্বিতীয় ইনিংসে আটটি উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। রবিবার জিম্বাবুয়ের অস্টম ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন তিনাশে পানিয়াঙ্গারা। ৮৩.১ ওভারে রুবেল হোসেনের শিকার হন তিনি। ব্যক্তিগত ২ রান করে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি।

এর আগে দিনের শুরুতে হ্যামিল্টন মাসাকাদজার (৩৮) বিদায়ের পর একে একে সাজঘরে ফিরেছে সিকান্দার রাজা (৬৫), ব্রেন্ডন টেলর (২৪), এলটন চিগম্বুরা (৫), ক্রেইগ আরভিন (৬), রিচমন্ড মুতাম্বামি (২)।

এর আগে সিরিজের তৃতীয় এই টেস্টে প্রথম ইনিংসে ৫০৩ রান করা পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ৩১৯ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। আর জিম্বাবুয়ে তাদের প্রথম ইনিংসে ৩৭৪ রান করে ইনিংস ঘোষণা করে। ফলে দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের সামনে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪৪৮ রান।

(ওএস/এএস/নভেম্বর ১৬, ২০১৪)