আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদীতে ২৪ প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠানে কয়েক হাজার ভক্তবৃন্দের সমাগম ঘটেছে। গত ২৭ মার্চ থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান চলবে আগামী ২ এপ্রিল পর্যন্ত।

অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকা তন্ময় গোস্বামী জানিয়েছেন, শ্রী গৌর গোপাল গোস্বামীর দ্বিতীয় মহাপ্রয়ান দিবস উপলক্ষে শ্রী শ্রী গোরাচাঁদ মন্দির প্রাঙ্গনে সাতদিন ব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে নামসুধা পরিবেশন করেন, গোপালগঞ্জের শ্রীশ্রী মহাপ্রভু সম্প্রদায়, বরিশালের শ্রীশ্রী মনোহর পাগল সম্প্রদায়, কিশোরগঞ্জের শ্রীশ্রী নন্দদুলাল সম্প্রদায়, কুষ্টিয়ার শ্রীশ্রী কৃষ্ণ কির্তন সম্প্রদায়, গোপালগঞ্জের শ্রীশ্রী শান্তি মাতা সম্প্রদায়, মাগুরার শ্রীশ্রী রাধাশ্রী সম্প্রদায়ের শিল্পীরা। সাতদিন ব্যাপী অনুষ্ঠানে আগামী ২ মে নামযজ্ঞের সমাপনান্তে মহাপ্রভুর ভোগরাগ শেষে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

(টিবি/এসপি/এপ্রিল ০১, ২০২৪)