বগুড়া প্রতিনিধি : ৪৮ ঘন্টার মধ্যে বাংলা বুলেটিনের সম্পাদককে বকেয়া বেতন-ভাতা প্রদান করার জন্য পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছে সাংবাদিক নেতৃবৃন্দ। অন্যথায় কঠোর কমসূচি গ্রহন করা হবে বলে মানববন্ধন থেকে জানানো হয়েছে। বগুড়া থেকে প্রকাশিত দৈনিক বাংলা বুলেটিন পত্রিকায় কর্মরত সাংবাদিকদের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা কথাগুলো বলেন।

রবিবার বেলা ১২ টায় শহরের সাতমাথায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বগুড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, বগুড়া সাংবাদিক ইউনিয়ন সভাপতি এএইচএম আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক আরিফ রেহমান, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাধারণ সম্পাদক এমআর সাইন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন’র সহকারী মহাসচিব মীর্জা সেলিম রেজা, জ্যাব বগুড়ার আহবায়ক আব্দুর রহিম বগ্রা, সদস্য সচিব মহসিন আলী রাজু, সাংবাদিক নেতা আমজাদ হোসেন মিন্টু, আশরাফুল ইসলাম রতন, বাংলা বুলেটিন’র স্টাফ রিপোর্টার সবুর আল মামুন, সুমন সরদার প্রমুখ।

কর্মসূচি পরিচালনা করেন, দৈনিক বাংলা বুলেটিনের স্টাফ রিপোর্টার আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক লিমন বাশার, বগুড়া ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক সাজ্জাদ পল্লব, এফ শাহজাহান, নাজমুল হুদা নাসিম, শফিউল আযম কমল, আতিকুর রহমান মিন্টু, তানসেন আলম, টিএম মামুন, বাংলা বুলেটিনের ফটো সাংবাদিক সঙ্গীত রায় বাপ্পী প্রমুখ।

(এএসবি/এএস/নভেম্বর ১৬, ২০১৪)