তপু ঘোষাল, সাভার : ঢাকা জেলার সাভারের আশুলিয়ায় এক ব্যবসায়ীর দোকানে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে গ্রেপ্তার আসামিদের প্রিজন ভ্যানে করে ঢাকার আদালতে পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের চিত্রশাইল এলাকার আকরাম মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অমিতাভ চৌধুরী অমিত বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন, মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার ধুলখুরা এলাকার লিখন, চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার আমিরাবাদ গ্রামের তামিম আহমেদ ও লামিম।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের চিত্রশাইল এলাকার মাসুদ নামের এক ব্যবসায়ীর দোকান ভাঙচুর করছিল কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরে আশপাশের লোকজন তাদের মধ্যে তিনজনকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করে পুলিশ। তাদের একটা গ্রুপ আছে এবং বিভিন্ন সময়ে তারা উৎপাত চালায়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অমিতাভ চৌধুরী অমিত বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মাসুদ বাদী হয়ে মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।’

(টিবি/এসপি/এপ্রিল ০৫, ২০২৪)