মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে অসহায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ এর ১০ কেজি করে  চাল বিতরণ উদ্বোধন করেন ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মহি উদ্দিন চৌধুরী পাশা পাপাশি প্রতি বছরের ন্যায় এবারও তিনি নিজ অর্থে অসহায়, গরীব , দুস্থ ও সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করেন। 

আজ শনিবার বেলা ১২ টায় মোহাম্মদপুর ইউনিয়নের আক্তার মিয়ার হাট সংলগ্ন মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদে ভিজিএফ চালের উদ্বোধন করা হয়।

রমজানের শুরু থেকে প্রায় ১০ হাজারের উপরে মানুষকে ইফতার সামগ্রী, নগদ অর্থ ও ঈদ উপহার বিতরণ করে আসছে এছাড়া চিকিৎসা বঞ্চিত দৃস্থদের চিকিৎসার জন্য অর্থ প্রদান করেন তিনি। দীর্ঘ ১০ বছর ধরে তিনি এভাবেই মানুষকে সাহায্য সহযোগিতা করে আসছেন।

৮নং মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ মহি উদ্দিন চেয়ারম্যান বলেন, সুবর্ণচরে অন্যান্য ইউনিয়নের চেয়ে আমার ইউনিয়নটি অনেকটাই অবহেলিত, এখানে অধিকাংশ মানুষ নিম্ন আয়ের, অনেকের নূন আনতে পানতা পুরায়।

এখানে হাতে গোনা কিছু বিত্তশালী ছাড়া বাকিরা দিন মজুর, রমজান থেকে আমরা দানের শিক্ষা নিয়ে যদি সারা বছর অসহায় মানুষের পাশে থাকি তাহলে আমাদের চার পাশের মানুষ গুলো ভালো থাকবে।

আমি দীর্ঘ বছর ধরে আমার সামর্থ্য অনুযায় মানুষের সেবা করার চেষ্টা করছি পাশা পাশি যদি বিত্তবান প্রবাসী এবং অত্র ইউনিয়নের উচ্চতর আসনে চাকুরীরত প্রভাবশালীগন এই অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাহলে আমরা আরো বহুদূর এগিয়ে যাবো।

তিনি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভূয়ষী প্রশংসা করে বলেন, শেখ হাসিনা আছে বলেই মানুষ আজ ভিজিডি, ভিজিএফ, বিডাব্লিউডি কার্ডের চাল পেয়ে অনেক মানুষ দু মুঠো ভাত খেতে পারছেো অন্য কোন সরকার হলেও তা কোন দিন সম্বব হতোনা, তাছাড়া কার্ড ধারীরা ১০ টাকায় চাল কিনে লক্ষ লক্ষ পরিবার নিশ্চিন্তে দু বেলা খেতে পারছে। আসুন আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে এগিয়ে আসি।

সুবিধাভোগীরা বলেন, প্রতি বছর মহি উদ্দিন চেয়ারম্যান আমাদেরকে রোজাতে ইফতার, ঈদে শাড়ী, লুঙ্গি, নগদ টাকা দিয়ে সহযেগিতা করছে, এমন চেয়ারম্যান পেয়ে আমরা গর্বিত। আমরা চাই এই চেয়ারম্যান হাজার বছর বেঁচে থাকুক।

৫ নং ওয়ার্ডের মেম্বার সামছুল আলম বাহার মেম্বার বলেন, চেয়ারম্যান মহি উদ্দিন চৌধুরীর নির্দেশে পরিষদের সকল মেম্বার উপস্থিত থেকে অহসায় দুস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করছেন।
কোন প্রকার অনিয়ম বা স্বজনপ্রিতী না হয় সেদিকে আমাদের সবার লক্ষ রয়েছে।

এর আগে গত ২ দিন ধরে উপজেলার বিভিন্ন উপজেলা পরিষদসহ একাধিক স্থানে ভিজিএফ, চাল বিতরণের কার্যক্রম উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আল আমিন সরকার।

(এস/এসপি/এপ্রিল ০৬, ২০২৪)