সুবর্ণচরে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন অলি উদ্দিন হাওলাদার
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে অসহায় হতদরিদ্রদের মাঝে প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করেন বিশিষ্ঠ সমাজ সেবক, পরিবহণ নেতা অলি উদ্দিন হাওলাদার।
আজ রবিবার বেলা ১২ টায় চরজুবলী ইউনিয়নের পাংখার বাজার পার্শ্বে অলি উদ্দিন মার্কেট সংলগ্ন নিজ বাড়ীতে এসব ঈদ সামগী বিতরণ করা হয়।
অলি উদ্দিন হাওলাদার বিগত কয়েক বছর বছর ধরে এভাবেই মানুষকে সাহায্য সহযোগিতা করে আসছেন, এর আগে একটি ব্রিজ নির্মাণ করে দিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নেন তিনি।
অলি উদ্দিন হাওলাদার বলেন, ১ নং চরজব্বর ইউনিয়নের সকল ওয়ার্ড থেকে বাচাইকৃত অসহায় হতদরিদ্রদেরকে ঈদ উপহার প্রদান করা হয়েছে। খনিকের দুনিয়ায় কেউ কারো নয়, নেক ছাড়া কবরে কিছুই যাবেনা, মানব সেবার ওপরে আর কোন সেবা নেই। মানুষের পাশে আছি মানুষের দোয়া নিয়ে বাঁচতে চাই। সেই সাথে তিনি সমাজের বিত্তবানদেরকে অসহায় মানুষের পাশে থাকার অনুরোধ জানান।
(এস/এসপি/এপ্রিল ০৭, ২০২৪)