রাজন্য রুহানি, জামালপুর : বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশে জামালপুর পৌরবাসীর মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ।

সোমবার (৮ এপ্রিল) বিকেলে শহরের বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে ফারহান আহমেদের ব্যক্তিগত উদ্যোগে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

এ সময় ২ হাজার নারীপুরুষকে ঈদ উপহার হিসেবে নারীদের শাড়ি ও পুরুষদের পাঞ্জাবি দেওয়া হয়।

ঈদ বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ভাগাভাগির জন্য আজ ২ হাজার পরিবারকে ঈদ উপহার দিয়েছি। আমরা এর আগেও বিভিন্ন দুর্যোগে যুবলীগের নির্দেশে অসহায় মানুষের পাশে সব সময়ই ছিলাম, এখনও আছি এবং আগামীতেও থাকবো। ঈদুল ফিতরের যে আনন্দ এই আনন্দ সকলের মধ্যে ভাগাভাগি করে নেয়ার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি আমাদের এই ক্ষুদ্র প্রয়াস প্রচারের মাধ্যমে সমাজে যারা বিত্তবান আছে তারা সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াবে। এতে সকলের জন্য হবে সুন্দর ও মঙ্গলময় একটি সমাজ।

জেলা যুবলীগের ত্রাণ সম্পাদক মো. খোশবু আলম পরানের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মারুফ হোসেন সুমন, মামুন হোসেন পিপলু প্রমুখ।

পরে ঈদ উপহার নিতে আসা সকল ব্যক্তির হাতে ঈদ উপহার তুলে দেন জামালপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ।

(আরআর/এএস/এপ্রিল ০৮, ২০২৪)