স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ১ জন নিহত ও অন্তত ৮ জন আহত হয়েছে। গত সোমবার রাত সাড়ে ৭ টার দিকে শহরের নদীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় দুটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে পুলিশ। এ ঘনায় আহত আট জনের মধ্যে পৌর যুবলীগের আহবায়ক শফিকুজ্জামান রাসেলসহ তিনজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে প্রেরণ করা হয় গতরাতে। সংঘর্ষে আহতদের মধ্যে আক্তার হোসেন যশোর সদর হাসপাতালে আজ ভোররাতে মারা যান।

স্থানীয়রা জানায়, নদীপাড়া এলাকার দোকানদার দেলোয়ার হোসেন পুরাতন লোহার জিনিসপত্র ক্রয়-বিক্রয় করেন। বিকেলে এলাকার এক শিশু ওই দোকানের জিনিসপত্র নষ্ট করছিল। এ সময় দেলোয়ার হোসেনের ছেলে সজীব ওই শিশুকে ধমক দিয়ে পাঠিয়ে দেয়।

এ ঘটনার পর মাগরিবের নামাজ পড়ে ফেরার পথে সজিব হোসেনকে পিটিয়ে জখম করে কয়েকজন যুবক। পরে এ বিষয়টি জানতে পেরে এলাকার কয়েকজনকে সাথে নিয়ে ওই দোকানে যায় পৌর যুবলীগের আহবায়ক শফিকুজ্জামান রাসেল। সেখানেও বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দু’গ্রুপের অন্তত ৮ জন আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ তথ্য নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ জানান,বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে। আতংক ছড়ানোর জন্য ফেলে রাখা দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটক করতে আমাদের অভিযান চলমান রয়েছে।

(একে/এসপি/এপ্রিল ০৯, ২০২৪)