রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : গতকাল বুধবার ফরিদপুরের চরভদ্রাসনে ছেলেকে বাঁচাতে গিয়ে পদ্মা নদীতে ডুবে নিখোঁজ বাবা শাহাদাত খান (৫৫) নামের একজনের লাশ উদ্ধার করেছে চরভদ্রাসন থানা ফায়ার সার্ভিসের সদস্যরা।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে গোপালপুর ঘাট থেকে আধা কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। শাহাদাত খানের লাশটি উদ্ধারের পর নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

নিহত শাহাদাত খানের বাড়ি চরভদ্রাসন ইউনিয়নের বাদুল্লা মাতুব্বরের ডাঙ্গী গ্রামে। তিনি সপরিবারে ঢাকায় থাকতেন। ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়িতে এসেছিলেন তিনি।

চরভদ্রাসন ফায়ার স্টেশনের (ভারপ্রাপ্ত) অফিসার মুর্তজা ফকির লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার দিন তারা নদীতে ডুব দিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। অন্ধকার হয়ে যাওয়ায় সেদিন অপারেশন স্থগিত করা হয়।

বৃহস্পতিবার ঈদুল ফিতরের নামাজের পর তারা আবারও উদ্ধার অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে কিছু দূর ভেসে থাকা নিহত ব্যক্তিকে উদ্ধার করে।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল বিন করিম জানান, নদীতে গোসল করতে নেমে একজন নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসকে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করতে নির্দেশ দেয়া হয়। নিখোঁজের প্রায় ১৭ ঘণ্টা পর শাহাদাতের লাশ উদ্ধার করেছে স্থানীয় ফায়ার সার্ভিস।

(আরআর/এসপি/এপ্রিল ১১, ২০২৪)