নড়াইল প্রতিনিধি : নড়াইলে তিন দিনব্যাপী ইন্টারব্যাচ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করলেন জাতীয় সংসদের হুইপ ও নড়াইল-২ আসনের  সংসদ সদস্য  মাশরাফি বিন মর্তুজা।

শনিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলায় অংশ নেন তিনি।

১৯৯৯ ব্যাচের খেলোয়াড় হিসাবে ১৯৯৮ সালের এসএসসি ব্যাচের বিরুদ্ধে মাঠে নামেন মাশরাফি।

প্রথমে ১৯৯৮ ব্যাচ ব্যাট করতে নেম ৭৪ রান করে। মাশরাফির ১৯৯৯ ব্যাচ ৭৫ রানের জবাবে ২ ইউকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায়।

টুর্নামেন্টে নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১৯৯০ সালের এসএসসি ব্যাচ থেকে শুরু করে ২০২১ সালের ব্যাচ পর্যন্ত ৩১টি ব্যাচের ৩১টি দল অংশগ্রহণ করছে। সীমিত ৮ ওভারে এই খেলা চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।

হুইপ মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘আমরা নড়াইল সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের ছাত্র ছিলাম। এই মাঠ থেকে আমি জাতীয় পর্যায়ে ক্রিকেটে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছি। সেই মাঠে দীর্ঘদিন পর পুরাতন বন্ধু, ছোট ভাই বড় ভাইদের সঙ্গে দেখা হচ্ছে পরিচয় হচ্ছে। ইন্টারব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে এ সুযোগ করে দিয়েছে।এ ধারা অব্যহত থাকবে বলে আশা করেন তিনি'।

ইন্টারব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক ঈমামুল খবীর ঈমাম বলেন, ‘ঐতিহ্যবাহী নড়াইল সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ঐক্যবন্ধ করাই আমাদের মূল উদ্দ্যেশ্য।’

(আরএম/এসপি/এপ্রিল ১৩, ২০২৪)