শেখ লিটন, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় নানা আয়োজনে নতুন বছরকে বরণ করা হয়েছে। সকাল ৬টায় ঝিনুক মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে নাচ, গান ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করা হয়। পরে শহরের মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় বিভিন্ন আনুষ্ঠানিকতা। একই স্থানে আয়োজন করা হয়েছে তিনদিনব্যাপি বৈশাখি মেলা। এছাড়াও শহরে র‌্যালি ও খোলা ট্রাকে শহর পরিভ্রমনের মাধ্যমে নতুন বছরকে বরণ করা হয়। সকাল ৬টায় ঝিনুক মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে চুয়াডাঙ্গা আবৃত্তি পর্ষদ ও মুকুল ফৌজ আয়োজন করে বর্ষবরণ উৎসবের।

এ আয়োজনে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা প্রধান অতিথি ছিলেন। সকাল সাড়ে আটটায় শহরের ভিক্টোরিয়া জুবিলি মাঠ থেকে বর্ণঢ্য শোভাযাত্রা শুরু হয়। শহর প্রদক্ষিণ শেষে শোভাযাত্রা জেলা মুক্তমঞ্জে গিয়ে শেষ হয়। মুক্তমঞ্জে সকাল সাড়ে ৯টায় আয়োজন করা হয় নাচ, গান, আবৃত্তিসহ বিভিন্ন অনুষ্ঠানমালার।

এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। অনুষ্ঠানে শিশু একাডেম, আবৃতি পর্ষদ, শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা আনুষ্ঠানিকতায় নতুন বছরকে বরণ করা হয়। একই স্থানে অনুষ্ঠিত হচ্ছে তিনদিনব্যাপি বৈশাখি মেলা।

জেলা শহর ছাড়াও আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগর উপজেলা এলাকায়ও নানা আয়োজনে নতুন বছরকে বরণ করা হয়।

(এসএল/এসপি/এপ্রিল ১৪, ২০২৪)