মাহমুদ ফজল, মাগুরা : মাগুরায় বাংলা নববর্ষকে বরণ করে নিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত অনুষ্ঠানে হাজারো মানুষ ভীড় করে। 

রবিবার বিকেলে মাগুরা নোমানী ময়দানে অনুষ্ঠিত বর্ষবরণের এ অনুষ্ঠান শুরু হয় শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রার পর অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুণ্ডু। সসম্মিলিত সাংস্কৃতিক জোটের যুগ্ম আহবায়ক মাজহারুল হক লিপুর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জোটের সদস্য সচিব বিশ্বজিৎ চক্রবর্তী। পনেরটি সংগঠনের প্রায় দুই শতাধিক শিল্পী সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশে মৌলবাদের উত্থান ঠেকাতে বাংলা সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। এ জন্য সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকা সবচেয়ে বেশি রাখতে হবে।

এ ছাড়াও সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সকালে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকেলে নোমানী ময়দানে লাঠিখেলা অনুষ্ঠিত হয়।

(এমএফ/এসপি/এপ্রিল ১৪, ২০২৪)