রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : আসন্ন ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিচ্ছেন ৭ জন প্রার্থী। ফরিদপুর নির্বাচন কমিশন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। তবে শেষ পর্যন্ত কয় জন প্রার্থী নির্বাচনে লড়বেন সেটা নিয়ে স্থানীয় রাজনৈতিক সচেতন মহলে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

যে সাত প্রার্থী ফরিদপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে লড়বেন, তারা হলেন- সাবেক ছাত্রনেতা ফরিদপুর পৌর আওয়ামী লীগের আহবায়ক মো. মনিরুল হাসান মিঠু, ফরিদপুরের কানাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন, ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর উপজেলার বর্তমান চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্লা, ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামচুল আলম চৌধুরী, ফরিদপুরের বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব গোলাম রব্বানী খাঁন, ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রউফ উন নবী এবং সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব কেএম নাজমুল ইসলাম।

দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক বরাদ্দ না হওয়ায় এবার নির্বাচনে সব প্রার্থী স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিবেচিত হবে। কোন প্রার্থীই দলীয় প্রতীক পাবেন না। তাই, স্থানীয় জনগণের আশা- আসন্ন ফরিদপুর সদর উপজেলা নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে।

(আরআর/এসপি/এপ্রিল ১৫, ২০২৪)