স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : ভারতের লোকসভার প্রথম ধাপের নির্বাচন আগামীকাল ১৯ এপ্রিল শুরু হচ্ছে। এইদিন দেশটির বিভিন্ন প্রদেশের ন্যায় পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে কেন্দ্র ওই জেলার সকল ইমিগ্রেশন রোড বন্ধের ঘোষণা দিয়েছেন জলপাইগুড়ি জেলা ম্যাজিস্ট্রেট শ্যামা পারভীন। 

তিনি তাঁর স্বাক্ষরিত চিঠিতে জানান, আগামী ১৯ এপ্রিল লোকসভা নির্বাচনের কারণে ১৭ এপ্রিল বুধবার থেকে ১৯ এপ্রিল শুক্রবার পর্যন্ত এই রোডের সকল প্রকার যাত্রী, মালামাল যাতায়াত বন্ধ থাকবে। ২০ এপ্রিল সকাল থেকে পুনরায় তা স্বাভাবিক নিয়মে চলতে থাকবে।

উল্লেখ্য, ভারতের সাথে বাংলাদেশ, চীন, পাকিস্তানসহ অন্যান্য যে সমস্ত দেশের সীমান্ত জেলা রয়েছে, ওই সমস্ত জেলায় যেদিন নির্বাচন অনুষ্ঠিত হবে তার দুদিন আগে থেকে নির্বাচনের দিন পর্যন্ত সেই সমস্ত বোডারের সকল বন্দর ও ইমিগ্রেশন রোড বন্ধ থাকবে।বিষয়টি সংশ্লিষ্ট দেশের দায়িত্বশীল কর্মকর্তা নিশ্চিত করেছেন।

(আরআর/এসপি/এপ্রিল ১৭, ২০২৪)