বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরায় অশোকাষ্টমী উপলক্ষে মতুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ এপ্রিল উৎসব অঙ্গণ মাগুরা সদর উপজেলার ঐতিহ্যবাহী চরবিজয়খালী, ভাঙ্গাখাল চৌদ্দগ্রাম মহাশ্মশান সেবাশ্রম প্রাঙ্গণে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এবার মতুয়া মহাসম্মেলন সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিতেন্দ্র নাথ বকসী। চৌদ্দগ্রাম ভাঙ্গাখাল মহাশ্মশান সেবাশ্রমের সভাপতি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব কুন্ডু।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দত্ত,মাগুরা জজ কোর্টের আইনজীবী প্রদ্যুৎ কুমার সিংহ, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ বাপি, বেরইল-পলিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নামুল হক রাজা, বেরইল-পলিতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সী তৌহিদুজ্জামান বাবু সহ নানান শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বছর ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সনাতন ধর্মের নারী পুরুষেরা বাদ্যযন্ত্র নিয়ে এ উৎসবে অংশ গ্রহণ করেন।

(বিএস/এসপি/এপ্রিল ১৭, ২০২৪)