মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে পল্লী কর্ম সংস্থান ফাউন্ডেশন পিকেএসএফ এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় এবং সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার বাস্তবায়নে রেইজ প্রকল্পের মাধ্যেমে ২০২২/২০২৩ অর্থ বছরের ১৮০ জন তরুণ উদ্যােক্তাদের দুই মাস ব্যাপি ১৬ দিন প্রশিক্ষণ সাগরিকা সমাজ উন্নয়ন সংস্খার চরজব্বর শাখার ২০ জন তরুণ তরুণী উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেল ৪ টায় হারিছ চৌধুরী বাজার সংলগ্ন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্খার চরজব্বর অফিসে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার কেইস ম্যানেজম্যান্টন অফিসার কেফায়েত উল্যাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার উপ পরিচালক মাইক্রোফাইন্যান্স আলহাজ সামছুল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রেইজ প্রকল্পের কো অডিনেটর জহিরুল ইসলাম, শাখা ব্যবস্খাপক মিজানুর রহমান, প্রশিক্ষক রাজিব মজুমদার ও খলিলুর রহমান।

প্রশিক্ষনার্থীদের মধ্য বক্তব্য রাখেন, মহিব উল্যাহ মহিব, ইলিয়াছ, তানিজনা আক্তার প্রমূখ।

অতিথিরা বলেন, এ প্রকল্পের মাধ্যমে ২০২৩/২০২৪ অর্থ বছরে ৬০০ জন তরুণ উদ্যােক্তা কে প্রশিক্ষন দেয়া হবে এবং প্রকল্পের মাধ্যমে ১৫ থেকে ৩৫ বছরের বেকার যুবকদের ৬ মাস ব্যাপি গুরু শিষ্য প্রশিক্ষন দেয়া হচ্ছে। যার কার্যক্রম চলমান।

প্রধান অতিথি বলেন, যারা প্রশিক্ষন পেয়েছে সেসকল উদ্যেক্তা হয়, তারা যেন প্রশিক্ষটি কাজে লাগিয়ে স্বাবলম্ভী হয়। কেউ যেন ঘরে বসে না থাকে তাহলেই প্রশিক্ষনের স্বার্থকতা আসবে এবং তাদের মাধ্যেমে যেন নতুন কর্মসংস্থান সৃস্টি হয়।

প্রশিক্ষনার্থীরা বলেন, আমরা সাগরিকা সমাজ উন্নয়নের মাধ্যমে এ প্রশিক্ষন পেয়ে খুবই উপকৃত হলাম, আজকে থেকে আমরা নিজের পায়ে দাঁড়াতে পারবো, যেগুলা আমরা শিখেছি সেটা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো, পাশাপাশি আমাদের ব্যবসায় অন্যদেরকেও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো।

(এস/এসপি/এপ্রিল ১৭, ২০২৪)