মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈরে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। 

বুধবার (১৭ এপ্রিল) দুপুরে সংবাদ সম্মেলনে মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম আটকের বিষয়ক নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (১৬ এপ্রিল) রাতে মাদারীপুরের রাজৈর উপজেলার সুতারকান্দি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কুষ্টিয়ার সদর উপজেলার বারখাদা ইউনিয়নের বারাদী গ্রামের মৃত তিতলা শেখের ছেলে তহুরুল শেখ (৩১), গোপালগঞ্জের সদর উপজেলার সাহাপুর ইউনিয়নের বাড়ৈকান্দি গ্রামের হারান হীরার ছেলে কৌশিক হীরা (৩৮), মাদারীপুরের রাজৈর উপজেলার কদমবাড়ি গ্রামের মৃত ক্ষিতিশ গাইনের ছেলে অনিমেষ গাইন (৩১) ও একই গ্রামের সুনীল মন্ডলের ছেলে দেবাশীষ মন্ডল (৩১)।

বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম আরো জানান, একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপণ সংবাদের ভিত্তিতে রাজৈরের সুতারকান্দি একটি আম বাগানে অভিযানে যায় রাজৈর থানা পুলিশের একটি দল। পরে সেখান থেকে সন্দেহভাজন দেবাশীষ মন্ডল, অনিমেষ গাইন. কৌশিক হীরা ও তহুরুল শেখ নামে ৪ জনকে আটক করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে পাশে লুকিয়ে রাখায় দুটি বড় রাম দা, ছোড়া, ঘরভাঙ্গা সরঞ্জাম, গ্রিল ও লোহার গেট ভাঙ্গা মেশিন জব্দ করা হয়। আটকরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় ডাকাতি করে আসছে। তাদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ একাধিক মামলাও আছে।

(এএসএ/এসপি/এপ্রিল ১৭, ২০২৪)