রাজবাড়ীতে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী সদর উপজেলার আহম্মদ আলী মৃধা কলেজের সামনে দিলিপ শিকদার (৪০) বিশ্বাস নিহত হয়েছেন।
নিহত দিলিপ যশোর জেলার বাঘারপাড়া উপজেলার আন্দলবাড়িয়া গ্রামের রনজিৎ শিকদারের ছেলে।
মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে রাজবাড়ী- কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে দুইটি ট্রাকের মধ্যে এ সংঘর্ষে ঘটে।
স্থানীয়রা বলেন, রাতে একটি পাঠবোঝাই ট্রাক কলেজের সামনে দাড়িয়ে থাকে। এ সময় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা গ্যাসের ক্যারিয়ার বোঝাই ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। এতে গ্যাসের ক্যারিয়ার বোঝাই ট্রাকের সহযোগী মারা যায়।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি।
(একে/এসপি/এপ্রিল ১৭, ২০২৪)