গোয়ালন্দে ১৬০ বোতল ফেন্সিডিলসহ আটক ২

বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট এলাকা হতে ১৬০ বোতল ফেনসিডিসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। সেইসাথে জব্দ করা হয়েছে মাদক বহনে ব্যবহৃত ০২টি মোটরসাইকেল।
বুধবার (১৭ এপ্রিল) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট এলাকা হতে তাদের আটক করা হয়।
এরা হলো, মাদক ব্যবসায়ী মোঃ আঃ সামাদ (৩০) ও রিয়াজ শরিফ ওরফে শাহিন (৩২)
এরা দুইজন কুষ্টিয়া জেলার ইসলামি বিশ্ববিদ্যালয় থানার এলাকার বাসিন্দা।
র্যাব-১০ এর কোম্পানি কমান্ডার শাইখ আক্তার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, কুষ্টিয়া হতে মাদক নিয়ে মোটরসাইকেল যোগে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল তারা।
(একে/এসপি/এপ্রিল ১৭, ২০২৪)