আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : “প্রাণি সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে জেলার গৌরনদীতে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রদর্শনীর উদ্বোধণ করা হয়।

এ উপলক্ষে গৌরনদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।

বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ মাহমুদুল হাসান ফরিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খান মোঃ মনিরুজ্জামান। শেষে অতিথিরা বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন। একইদিন বিকেলে প্রদর্শনীতে অংশগ্রহণ করা খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

(টিবি/এসপি/এপ্রিল ১৮, ২০২৪)