‘শিক্ষামন্ত্রীকে বলেছি স্কুলগুলো এক সপ্তাহ বন্ধ রাখতে’

তপু ঘোষাল, সাভার : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, শিক্ষামন্ত্রীকে আরও এক সপ্তাহ স্কুলগুলো বন্ধ রাখার জন্য বলেছি।
শনিবার (২০ এপ্রিল) দুপুরে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) নার্সিং কলেজ ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, আমি কিছুক্ষণ আগে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আমরা আরও এক সপ্তাহ স্কুলগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। আমাদের কিছু নির্দেশনা আছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সেগুলো সব জায়গায় দেওয়া হবে। যারা বয়স্ক এবং শিশু রয়েছেন, তারা যেন প্রয়োজন না থাকলে ঘরের বাইরে বের না হয়। আর বাকি যে নির্দেশনা আছে - সেগুলোও জানিয়ে দেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে আমি সাধারণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। এজন্য উপজেলা লেভেলের স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আরও উন্নত করা হবে, যাতে করে গ্রামীণ জনপদের সাধারণ মানুষ উন্নত চিকিৎসা পায়।
(টিজি/এসপি/এপ্রিল ২০, ২০২৪)