রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য আতাউল হক দোলনের গাড়িতে হামলা চালানো হয়েছে। গত শুক্রবার রাত নয়টার দিকে শ্যামনগর উপজেলা সদরের গোডাউন মোড়ে এ হামলার ঘটনা ঘটে। ঘটনার থাকার অভিযোগে পুলিশ বাবু টাপালী নামের একজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃত বাবু টাপালী কালিগঞ্জ উপজেলার হোগলা গ্রামের হান্নান টাপালীর ছেলে।

সাংসদ আতাউল হক দোলনের ব্যক্তিগত সহকারি নুরুজ্জামান টুটুল বলেন, সাংসদ আতাউল হক দোলন শুক্রবার রাত সাড়ে আটার দিকে উপজেলা সদর থেকে গোমনতলী গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন। জরুরী মোবাইল ফোন আসায় তিনি গোডাউন মোড়ে নেমে একটি মটর সাইকেলে শ্যামনগর সদরে চলে যান। রাত ৯টার দিকে হঠাৎ সাংসদের গাড়িতে হামলা চালায় বাবু টাপালীসহ কয়েকজন ব্যক্তি। এতে গাড়ির কাঁচ ভেঙে যায়। হামলাকারিদের ছোঁড়া ইটের আঘাতে গাড়ির ভিতরে বসে থাকা মেহেদী হাসান মারুফ মারাত্মক জখম হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে খবর পেয়ে পুলিশ কালিগঞ্জ উপজেলার হোগলা গ্রামের হান্নান টাপালীর ছেলে বাবু টাপালীকে গ্রেপ্তার করেছে।

হোগলা গ্রামের সাইফুল ইসলাম, আনছার আলীসহ কয়েকজন জানান, হান্নান টাপালীর কয়েকটি বিয়ে রয়েছে। ফলে তার সন্তানদের সংখ্যা অনেকেই জানা নেই। বাবু টাপালী দীর্ঘদিন ধরে হোগলা গ্রামের মানবাধিকার কর্মী পরিচয়দানকারি ইউনুছ মোড়ল চাঁচাই গ্রামের হামিদুল ডাক্তারসহ কয়েকজনের সাথে চাঁদাবাজি করে আসছিলো । সম্প্রতি বাবু টাপালী শ্যামনগরে থাকতো।

এ ব্যাপারে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, সাংসদ আতাউল হক দোলনের গাড়িতে হামলার অভিযোগে সাংসদের ব্যক্তিগত সহকারি শেখ নুরুজ্জামান টুটুল বাদি হয়ে বাবু টাপালীসহ অজ্ঞাত চার জনের নামে শনিবার থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ বাবু টাপালীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

(আরকে/এসপি/এপ্রিল ২০, ২০২৪)