আন্তর্জাতিক ডেস্ক : আগাম নির্বাচন ও গাজায় হামাসের হাতে বন্দি জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে ইসরাইলে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। শনিবার (২০ এপ্রিল) তেল আবিবে এই বিক্ষোভ হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা গাজায় হামাসের হাতে বন্দি থাকা ১৩৩ জিম্মিকে মুক্ত করতে ইসরাইল সরকারের ব্যর্থতা নিয়ে ক্ষোভ জানান। জিম্মিদের পরিবারের সদস্যরাও বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন।

ইসরাইলের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগাম নির্বাচন আয়োজনে অস্বীকৃতি জানিয়ে আসছেন। যুদ্ধের মাঝখানে নির্বাচনে যাওয়া হামাসকে জিতিয়ে দেয়া বলে মনে করেন তিনি।

তেল আবিবে বিক্ষোভে অংশ নেয়া ইয়ালন পিকম্যান নামের এক ব্যক্তি বলেন, ‘আমরা এখানে এই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে এসেছি। এই সরকার আমাদের শুধু অধঃপতনের দিকে নিচ্ছে।’

(ওএস/এএস/এপ্রিল ২১, ২০২৪)