স্টাফ রিপোর্টার : যুদ্ধে অর্থ ব্যয় না করে জলবায়ুতে ব্যয় করলে পরিবেশের ভালো হতো বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২২ এপ্রিল) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশে প্রথমবারেের মতো আয়োজিত ন্যাশনাল এডাপটেশন প্ল্যান (ন্যাপ) এক্সপো-২০২৪ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধন শেষে বিশ্বের যুদ্ধ পরিস্থিতিতে অস্ত্র সরবাহ এবং আর্থিক সহায়তা প্রদান প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

উন্নত দেশ এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে জলবায়ুর লক্ষমাত্রা বাস্তবায়নে যথাযথ ব্যবস্থা নিতে আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, জলবায়ুর সমস্যা সমাধানে কার্যকর ও সুদূরপ্রসারী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বাংলাদেশ। জলবায়ুর লজ এন্ড ডেমেজ ফান্ড আদায়েও বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরবর্তী প্রজন্মের জন্যও বিশ্বের সকল অংশীদারেদের সাথে কাজ করতে হবে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, কার্বন নিঃসরণ ১.৫ এ রাখার জন্য উন্নত দেশ এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে তাদের বাজেট বাস্তবায়ন করতে হবে। যেসকল দেশ ন্যাপ বাস্তবায়ন করেছে তারা যেন আর্থিক সহায়তা পায় সেদিকে সচেষ্ট হতে হবে।

(ওএস/এএস/এপ্রিল ২২, ২০২৪)