সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে প্রথম ধাপে তিনটি উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়ণ পত্র প্রত্যাহারের শেষ দিনে সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থী সরদার মাসুদুর রহমান, শেখ মাহমুদ আলী ও মো. আমিরুল ইসলাম তাদের প্রর্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।

এখন ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী রয়েছেন খান রেজাউল ইসলাম। এরআগে বাগেরহাট সদর উপজেলায় চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন করে প্রার্থী থাকায় ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তিন প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে প্রত্যাহার করার পর এই পদেও একজন প্রার্থী থাকায় এই উপজেলায় আর ভোটের প্রয়োহন হচ্ছেনা। এই উপজেলায় চেয়ারম্যান পদে সরদার নাসির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে রিজিয়া পারভিন ও  ভাইস চেয়ারম্যান পদে খান রেজাউল ইসলাম বিনাভোটে নির্বাচিত হতে চলেছেন।

বাগেরহাট সদর উপজেলায় আর নির্বাচনের প্রয়োজন হচ্ছেনা বলে নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা পরিষদ নির্বাচন রিটার্নিং কর্মকর্তা শেখ জালাল উদ্দিন জানান, এখন প্রথম ধাপে বাগেরহাট জেলার কচুয়া ও রামপাল উপজেলায় নির্বাচন ২৩ এপ্রিল প্রার্থীদের প্রতিক বরাদ্দ ও ৮ মে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

কচুয়া উপজেলায় কোন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করায় চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী রয়েছেন। রামপাল উপজেলায় চেয়ারম্যান পদে একজন ও ভাইস চেয়ারম্যান পদে একজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এখন রামপাল উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন ও ভাইস চেয়ারম্যান পদে ৮জন প্রার্থী রয়েছেন।

(এসএসএ/এএস/এপ্রিল ২২, ২০২৪)