রবিউল ইসলাম, গাইবান্ধা : আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন। নির্বাচনে নিশ্চিত বিজয় হবে বলে উপজেলা আওয়ামী লীগ সভাপতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা অপপ্রচার চালিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করায় গত সোমবার পলাশবাড়ীর ড্রীমল্যান্ড এডুকেশন পার্কে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলন করেন পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন। 

সংবাদ সম্মেলনে তিনি তার লিখত বক্তব্যে জানান, আমি আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পলাশবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসাবে ভোটে অংশ গ্রহণ করেছি। নির্বাচনে আমার সফলতা হবে দেখে একটি মহল মিথ্যা তথ্য দিয়ে আমার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা অপপ্রচার চালিয়ে আমাকে সামাজিকভাবে হেও প্রতিপন্ন করা হয়েছে। প্রচারকৃত ঘটনা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বটে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে পলাশবাড়ী উপজেলার কর্মী-সমর্থক ও সম্মানিত ভোটারদেরকে অপপ্রচারের বিরুদ্ধে সচেতন থাকার জন্য অনুরোধ করছি।

এসময় বরিশাল ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামীম মিয়াসহ উপজেলা, বিভিন্ন ইউনিয়ন, বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

(আরআই/এসপি/এপ্রিল ২৩, ২০২৪)