একে আজাদ, রাজবাড়ী : আগামী ৮ মে পাংশা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে এ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেছিল ১০ জন। ২ জন চেয়ারম্যান ৫ জন ভাইস চেয়ারম্যান ও ৩ জন মহিলা ভাইস চেয়ারম্যান।  

আজ মঙ্গলবার প্রার্থীদের প্রতিক বরাদ্ধ দেওয়া হয়েছে। প্রতিক বরাদ্ধ প্রদান করেন রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা মোঃ অলিউল ইসলাম।

উপজেলা চেয়ারম্যান পদে মোঃ ফরিদ হাসান ওদুদ (আনারস) খোন্দকার সাইফুল ইসলাম বুড়ো (মটর সাইকেল)। ভাইস চেয়ারম্যান পদে মোঃ জালাল উদ্দিন বিশ্বাস (উড়োজাহাজ) মোঃ রফিকুর ইসলাম, (টিউবয়েল) খান মোঃ ওবায়দুল হক টিপু (চশমা), মোঃ হোসেন আলী সরদার, (টিয়া পাখি) সাইফুল মোরশেধ রিংকু (তালা), উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে দিলরুবা পারভীন (ইতি) (ফুটবল) আসমা খাতুন লক্ষি (হাস) ও সাবরিনা আক্তার (কলস)

আগামী ৮ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। পাংশা উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ১৬ হাজার ৯৮ জন, পুরুষ ভোটার রয়েছে ১ লক্ষ ১০ হাজার ১ শত ৮৭ জন। মহিলা ভোটার ১ লক্ষ ৫ হাজার ৯ শত ১১ জন।

এদিকে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চলছে প্রচার প্রচারনা। নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বইতে শুরু করেছে চায়ের কাপে চলছে চুলছিড়া বিশ্লেষন। কে হবেন আগামী দিনে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান- ভাইস চেয়ারম্যান এ নিয়ে চলছে নানা সমিকরণ।

প্রার্থীরা তাদের প্রতিক বরাদ্ধের পর ধেকেই প্রচারনার মাত্রা বাড়িয়ে দিয়েছেন নিজ নিজ কর্মী সমর্থকদের নিয়ে গনসংযোগে নেমে পড়েছেন, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা বিভিন্ন হাট বাজার ও গ্রামে গ্রামে ছুটে চলছে সকলেই দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আগামী দিনে নিজেদের ভাল হবে এমন প্রার্থীকেই বেছে নিবেন ভোটাররা এমন কথায় বলছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সুখ দুঃখে যাকে পাশে পাবেন এমন প্রার্থীদের ভোট দেওয়ার কথা জানান নতুন প্রজন্মের নতুন ভোটারা।

ভোটারা বলছেন উৎসব মুখর ভোট হবে এবার, নির্বাচন সংশ্লিষ্ঠরা বলছেন অবাদ নিরোপেক্ষ ও শান্তি পূর্ন ভোট গ্রহনে বদ্ধপরিকর তারা। সকল প্রার্থীই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যাক্ত করেছেন। এ দিকে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চলছে প্রচার প্রচারনা। নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ বইতে শুরু করেছে চায়ের কাপে চলছে চুলছেড়া বিশ্লেষন।

(একে/এসপি/এপ্রিল ২৩, ২০২৪)