মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মৌলভীবাজারে কয়েকদিনের টানা তাপপ্রবাহে বিপর্যস্ত শ্রমজীবি সহ সাধারণ পথচারীদের মাঝে খাবার স্যালাইনযুক্ত স্বাস্থ্যসম্মত বিশুদ্ধ ঠাণ্ডা পানি সরবরাহ করেছেন মৌলভীবাজার পৌরসভা কর্তৃপক্ষ। 

বুধবার (২৪ এপ্রিল) দুপুরের শহরের কুসুমবাগ এলাকার এসআর প্লাজার সামনে প্রথমবারের মতো ব্যতিক্রমী এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র মো: ফজলুর রহমান। এসময় স্থানীয় কাউন্সিলর সহ পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরেজমিন ঘুরে দেখা যায়, শহরের চৌমুহনা, কুসুমবাগ, আদালত সড়ক ও বেরীরপাড় সহ ৪টি স্পটে পৌরসভার দ্বায়িত্বশীলরা পথচারীদের মাঝে প্রচন্ড গরমে হিট স্ট্রোক রোধে সেলাইন যুক্ত বিশুদ্ধ ঠান্ডা পানি পান করাচ্ছেন। এতে চলতি পথে অনেক পথচারীকে বিশুদ্ধ পানি পান করতে দেখা যায়। গরমে নাকাল সাধারণ মানুষ পৌরসভার এমন উদ্যেগে বেশ খুশি। পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বিশুদ্ধ পানি সর্বরাহের এই কর্মসূচির পরিধি পর্যায়ক্রমে আরও বাড়ানো হবে।

মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান জানান, শ্রমজীবি মানুষ তীব্র তাপপ্রবাহের কারণে অনেক কষ্ট পাচ্ছে। মানুষের শরীর থেকে পানি ঝরছে। এতে করে সাধারণ মানুষ গরমে পানি শুন্যতায় ভুগছে। তাদের কথা বিবেচনা করে আমরা বিশুদ্ধ স্বাস্থ্যসম্মত পানির ব্যবস্থা করেছি। তিনি আরও জানান, যতদিন পর্যন্ত তাপমাত্রা সহনীয় পর্যায়ে না আসবে ততদিন পর্যন্ত সাধারণ মানুষের মাঝে বিশুদ্ধ পানি সর্বরাহ অব্যাহত থাকবে।

(একে/এসপি/এপ্রিল ২৪, ২০২৪)