ভালোবাসার শহর পাংশার আয়োজনে পথচারীদের মাঝে শরবত বিতরণ
একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় তীব্র তাপদাহের মধ্যে সেচ্ছাসেবী সংঘঠন ভালোবাসার শহর পাংশার আয়োজনে পথচারীদের মাঝে বিনামুল্যে শরবত বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) সকাল ১১ টার দিকে পাংশা বাজারের কালিবাড়ী মোড়ে তিব্র তাপদাহের মধ্যে একটু স্বস্তির জন্য সেচ্চাসেবী সংঘঠন ভালোবাসার শহর পাংশার আয়োজনে বিনামূল্যে এই শরবত খাওয়ানো হয়। তীব্র গরমে পথচারী,রিক্সা চালক সহ বিভিন্ন শ্রেনিপেশার মানুষ শরবত পান করে তৃষ্ণা মেটাতে পারছেন।
এদিকে জেলায় গত কয়েক দিন ধরে তীব্র তাপদাহে মানুষের জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। প্রখর রোদ আর তীব্র গরমে অতিষ্ঠ হয়ে স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না মানুষ। তাই সাধারণ মানুষকে স্বস্তি দিতে সংঘঠনটি এমন মহৎকর্ম গ্রহন করেন। তাদের এই আয়োজনে খুশি সাধারণ মানুষ।
(একে/এএস/এপ্রিল ২৪, ২০২৪)