রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : 'বৈশ্বিক জলবায়ু হুমকি মোকাবেলায় পরিবেশ বান্ধব কল-কারখানার বিকল্প নাই' বলে মন্তব্য করেছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মল্লিকপুরে মাধবপুর কারখানা ঘাট নামক স্থানে আলমগীর স্টোন ব্রিকস নামের একটি পরিবেশ বান্ধব ইট ভাটার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে শামীম হক এসব কথা বলেন। এ সময় তিনি আলমগীর স্টোন ব্রিকস-এর মালিক সাইফুল ইসলাম কামালকে তার ব্রিকস ফ্যাক্টরিটি পরিবেশ বান্ধব করার কারণে ধন্যবাদ জানান।

বুধবার দুপুর ১২ টার একটু পরে উক্ত ব্রীকস ফ্যাক্টরীর উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ মোহাম্মদ ইশতিয়াক আরিফ। এ সময়- এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শহীদুজ্জামান, পিডব্লিউডি'র উপ-বিভাগীয় প্রকৌশলী মুনীম ইসলাম, প্রকৌশলী বাদল কুমার মন্ডল, ফরিদপুর কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী, ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম এটিএম আলাউদ্দিন, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম রুবায়েত হোসেন, পলাশ ভৌমিক, কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মুহাম্মদ আলতাফ হুসাইন, কানাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী মিনু, পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মো. শহীদুর রহমান প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(আরআর/এএস/এপ্রিল ২৫, ২০২৪)