রাজন্য রুহানি, জামালপুর : দেশে চলমান তীব্র তাপদাহ থেকে স্বস্তি ও বৃষ্টির আশায় জামালপুরের সরিষাবাড়িতে পৃথক দুই স্থানে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছে মুসলমানেরা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০ টায় পৌর এলাকার মহিলা কলেজ সংলগ্ন বাইতুল ফালাহ জামে মসজিদ ঈদগাহ ময়দানে এবং পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া এলাকায় এ বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে বিশেষ দোয়া পরিচালনা করেন বাইতুল ফালাহ জামে মসজিদের খতিব মাওলানা হাসান উজ্জামান। এ সময় বৃষ্টির জন্য কান্নায় ভেঙে পড়ে নামাজে আসা মুসল্লিরা।

এ নামজের বিষয়ে ইমাম বলেন, মানুষ যখন পাপ কাজ করতে করতে সর্বোচ্চ পর্যায়ে চলে যায় তখনি আল্লাহর পক্ষ থেকে শাস্তি চলে আসে। মানুষ পশুপাখি অনাবৃষ্টি ও অতি খরায় ভুগছে। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য মহান আল্লাহর কাছে কান্নাকাটি করে আমরা এ বিশেষ নামাজ আদায় করলাম।

অপরদিকে বৃষ্টি প্রার্থনায় উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া এলাকায় এ নামাজ অনুষ্ঠিত হয়। তীব্র গরমে সূর্যের তাপ উপেক্ষা দুটি জামায়াতে কয়েক শতাধিক মুসল্লিরা এ নামাজে অংশ নেন।

(আরআর/এসপি/এপ্রিল ২৫, ২০২৪)