আব্দুল্লাহ আল মাসরুফ, কুমিল্লা : তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষের জনজীবন। অসহনীয় গরম থেকে বাঁচতে এবং রহমতের বৃষ্টির আশায় আল্লাহর কাছে দোয়া ও ক্ষমা চেয়ে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছেন কুমিল্লা'র ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় তারা কান্নায় ভেঙে পড়েন।

শনিবার (২৭ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় কুমিল্লার ঐতিহাসিক টাউনহল মাঠে সালাতুল ইসতিসকারের নামাজ আদায় করেন মুসল্লিরা।

কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম পরিষদের আয়োজনে এবং কুমিল্লা সিটি করপোরেশনের সার্বিক সহযোগিতায় এই ইসতিসকারের সালাত আদায় ও দোয়া মোনাজাত পরিচালনা করেন দেশের সর্বজন স্বীকৃত শ্রদ্ধ্যেয় আলেমেদ্বীন পীরে কামেল শায়খুল হাদিস আল্লামা শাহ নুরুল হক দা: বা: মুহতামীম, বটগ্রাম মাদরাসা, কুমিল্লা। আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত ইমাম পরিষদের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মিজানুর রহমান সহ অত্র সংগঠনের সকল নেতৃবৃন্দ।

নামাজ শুরুর নির্দিষ্ট সময়ের পূর্বেই দলে দলে ধর্মপ্রাণ মুসল্লিরা নামাজে অংশগ্রহণ করতে টাউনহল ময়দানে একত্রিত হতে শুরু করেন। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ডা. তাহসীন বাহার সূচনার উদ্যাগে সালাতুল ইসতিসকার নামাজ আদায়ের জন্য টাউনহল ময়দান পরিষ্কার পরিচ্ছন্নসহ আগত মুসল্লিদের জন্য সুপেয় পানি ও শরবতের ব্যবস্থা করা হয়।

(এএম/এসপি/এপ্রিল ২৭, ২০২৪)