স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : প্রচণ্ড তাপপ্রবাহে টাঙ্গাইলের ভূঞাপুরে ক্লাস চলাকালীন জ্ঞান হারিয়ে ফেলেন মো. জহিরুল ইসলাম নামের এক মাদ্রাসা শিক্ষক। তিনি উপজেলার রাউৎবাড়ী দাখিল মাদরাসার সহকারী মৌলভী শিক্ষক। রবিবার (২৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

মাদ্রাসার সুপার ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আফছার আলী এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘ক্লাস শেষে অফিস রুমে আসেন জহিরুল ইসলাম। পরে তিনি হঠাৎ জ্ঞান হারান। কথা বলা বন্ধ হয়ে যায় তার। তাৎক্ষণিক মাথায় পানি ঢাললে ১০ মিনিট পর তার জ্ঞান ফিরে আসে। তিনি সুস্থ আছেন।

এ বিষয়ে ভূঞাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, মাদ্রাসা শিক্ষকের জ্ঞান হারানোর বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিচ্ছি।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই সারা দেশের ন্যায় টাঙ্গাইল জেলায় অসহনীয় তাপমাত্রা বিদ্যমান রয়েছে। আজ সরকারি নির্দেশনা অনুযায়ী সকল স্কুল খোলা হয়। আর টাঙ্গাইলের আজকের তাপমাত্রা উর্ধ্বগামী। আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করে ৪১' ডিগ্রি সেলসিয়াস যা অন্য যেকোন দিনের চেয়ে প্রায় ২' ডিগ্রি সেলসিয়াস বেশি।

(এসএএম/এএস/এপ্রিল ২৮, ২০২৪)