একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় গাছ থেকে সজিনা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল আজিজ (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

সোমবার (২৯ এপ্রিল) দুপুর ৩ টার দিকে পাংশা পৌরসভার কোরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আব্দুল আজিজ শেখ ওরফে ফাজু মিয়া পাংশা পৌরসভার ৫ নং ওয়ার্ড কুরাপাড়া গ্রামের আব্দুল লতিফ মোল্লার ছেলে।

পরিবার ও পুলিশ জানায়, আব্দুল আজিজ শেখ বাড়ির পাশের গাছ থেকে সজিনা পাড়তে উঠে। গাছের উপর দিয়ে যাওয়া ৩৩ কে.ভি বিদ্যুৎ এর তারে স্পৃষ্ট হয়ে তিনি মারা যান। ১ ঘণ্টা পরে বিদ্যুৎ অফিসের সহায়তায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে লাশ নিচে নামানো হয়।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি স্বপন কুমার মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ বিদ্যুৎ অফিসের সহায়তায় ১ ঘণ্টার চেষ্টায় আব্দুল আজিজ শেখকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

(একে/এসপি/এপ্রিল ২৯, ২০২৪)