ওয়াজেদুর রহমান কনক, নীলফামারী : শ্রমিকস্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে নীলফামারীতে মহান মে দিবস পালন করা হয়েছে। 

আজ বুধবার (১ মে) সূর্যদয়ের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসুচি শুরু করে বিভিন্ন শ্রমিক সংগঠনসমূহ। বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পমাল্য অর্পনের পর সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর 'মালিক-শ্রমিক গড়বো দেশ-স্মার্ট হবে বাংলাদেশ' শীর্ষক জেলা প্রশাসনের আয়োজনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য বক্তব্য রাখেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা পরিষদের প্রশাসক (সাবেক) বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি মশফিকুল ইসলাম রিন্টু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, জেলা শ্রমিক লীগের আহবায়ক দেওয়ান সেলিম আহমেদ।

এছাড়া বর্ণাঢ্য র‌্যালিতে জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন, মাইক্রো-পিকাআপ শ্রমিক ইউনিয়ন, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, দর্জি শ্রমিক কর্মচারী লীগ, ট্রাক-ট্রাংলড়ী শ্রমিক ইউনিয়ন, শ্রমিক ইউনিয়ন ঐক্য পরিষদসহ বিভিন্ন শ্রমিক সংগঠন অংশ নেয়।

এছাড়াও জেলা বিএনপির কার্যালয় থেকে একটি র্যালি শহর প্রদক্ষিণ করেছে। বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের নেতৃত্বে শোভাযাত্রায় শ্রমিক দল ছাড়াও বিএনপি ও এর অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। একইভাবে জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ ও সৈয়দপুরে নানা কর্মসুচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে।

(ওকে/এসপি/মে ০১, ২০২৪)