গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তীব্র মোল্যা (২০) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো একজন।

বুধবার (১ মে) রাতে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের গোপালগঞ্জ শহরের এলজিইডি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিচুর রহমান বিষয়টি নিশ্তি করেছেন।

নিহত তীব্র মোল্যা বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কাঠাদুরো গ্রামের মিন্টু মোল্যার ছেলে। সে গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা মাদ্রাসাপাড়া এলাকার মামা সাইমন চৌধুরীর বাড়িতে থেকে লেখাপড়া করতো। সে শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজের ব্যাচেলর অব বিজনেস ষ্ট্যাডি (বিবিএস) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

ওসি মো. আনিচুর রহমান জানান, মোটর সাইকেলে করে আহত নাহিম চৌধুরীকে নিয়ে গোবরা মামার বাড়ি যাচ্ছিলেন তীব্র। এসময় মোটর সাইকেলটি শহরের এলজিইডি মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি দেয়ালে ধাক্কা খায়।

এতে তীব্র ও নাহিম মারাত্মক আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তীব্রকে মৃত ঘোষনা করে। মারাত্মক আহত নাহিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরো জানান, নিহতের মরদেহ আবেদনের প্রেক্ষিতে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এখন পযর্ন্ত কোন অভিযোগ দায়ের হয়নি।

(এমএস/এএস/মে ০২, ২০২৪)