স্টাফ রিপোর্টার : শিল্পকলা একাডেমিতে আগামী ১৮ মে থেকে শুরু হচ্ছে ‌‘শোদো ওয়ার্কশপ- দ্য আর্ট অফ জাপানিজ ক্যালিগ্রাফি’।

ঢাকার জাপান দূতাবাস এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এ আয়োজন করবে।

ঢাকার জাপান দূতাবাস জানায়, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার তিন নম্বর গ্যালারিতে ‘শোদো ওয়ার্কশপ- দ্য আর্ট অফ জাপানিজ ক্যালিগ্রাফি’ শুরু হবে।

জাপানি ক্যালিগ্রাফি শিল্পী মিসেস সাতোকো আজুমা এ ক্যালিগ্রাফি কর্মশালাটি পরিচালনা করবেন।

তিনি জাপানি ক্যালিগ্রাফি দর্শনের ওপর একটি লেকচার দেবেন। একটি বিশাল ব্রাশ দিয়ে ক্যালিগ্রাফি প্রদর্শন করবেন। এরপর বিশেষ অতিথিরা বড় ব্রাশটি দিয়ে ক্যালিগ্রাফি করবেন এবং অন্যান্য অংশগ্রহণকারীরা মিসেস আজুমা পরিচালিত কর্মশালাতে জাপানি ক্যালিগ্রাফি অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। সব ক্যালিগ্রাফিক কাজ গ্যালারির দেয়ালে প্রদর্শিত হবে।

ক্যালিগ্রাফি প্রদর্শনীটি শিল্পকলা একাডেমীতে ২৫ মে পর্যন্ত চলবে।

(ওএস/এএস/মে ০৫, ২০২৪)