স্টাফ রিপোর্টার : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক রোহিঙ্গা যুবককে জবাই করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় উখিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত হলো উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুর সালামের ছেলে নূর কালাম (২৯)।

রবিবার (৫ মে) ভোর সাড়ে পাঁচটার দিকে উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম -১৭ ব্লক এর রেড় ক্রিসেন্ট অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন সত্যতা নিশ্চিত করেন।

জানা যায়, একদল সন্ত্রাসী গ্রুপ উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুর কামাল নামের এক রোহিঙ্গাকে একদল সন্ত্রাসীরা পাশ্বর্বতী রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যায়। সেখানে জবাই করে হত্যা করেন। এরপর সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনার পর উখিয়া থানার উপ পরিদর্শক ইকবাল হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে উখিয়া থানায় নিয়ে আসেন।

এ ব্যাপারে উখিয়া থানার কর্মকর্তা শামীম হোসেন বলেন নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।

(ওএস/এএস/মে ০৫, ২০২৪)