বিশেষ প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালী ও পাংশা উপজেলা পরিষদ নির্বাচনে ৩জন চেয়ারম্যান প্রার্থী ও ৩জন ভাইস চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

রাজবাড়ী জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে একেএম সাইফুল মোর্শেদ (তালা) ২৬৪৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি খান মোহাম্মদ ওবাইদুল (চশমা) ১৩৯৯১ ভোট, রফিকুল ইসলাম (টিউবয়েল) ২১৭২০ ভোট, মোঃ হোসেন আলী (টিয়া পাখি) ১৬৭৪৭ ভোট, বর্তমান ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস (উড়োজাহাজ) ৯৩৭০ ভোট পান।

কালুখালী উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো (আনারস) ৩৮৫৭৮ ভোট, এবিএম রোকনুজ্জামান (কাপ পিরিচ) ৩৪১ ভোট, বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ এনায়েত হোসেন (মোটরসাইকেল) ২৯০০ ভোট, মোঃ মাসুদুর রহমান ( দোয়াত কলম) ২৩৭ ভোট পান।

ভাইস চেয়ারম্যান পদে মাহমুদ হাসান সুমন (তালা) ২০৯৫৫ ভোট, রিপন শেখ (টিউবয়েল) ১২৪৫৪ ভোট, রেজাউল করিম (টিয়া পাখি) ৫৫৫২ ভোট, সাংবাদিক মোঃ ফজলুল হক (মাইক) ২৭৩২ ভোট পান। পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে ৮৮২৬৩ ভোটের মধ্যে ১৫ভাগ ভোট না পাওয়ায় জালাল উদ্দিন বিশ্বাস (উড়োজাহাজ), কালুখালী উপজেলায় চেয়ারম্যান পদে ৪২০৫৬ ভোটের মধ্যে ১৫ ভাগ ভোট না পাওয়ায় এবিএম রোকনুজ্জামান (কাপ পিরিচ), বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ এনায়েত হোসেন (মোটরসাইকেল), মোঃ মাসুদুর রহমান (দোয়াত কলম), ভাইস চেয়ারম্যান পদে ৪১৬৯৩ ভোটের মধ্যে ১৫ ভাগ ভোট না পাওয়ায় ভাইস চেয়ারম্যান পদে রেজাউল করিম (টিয়া পাখি), মোঃ ফজলুল হক (মাইক) জামানত বাজেয়াপ্ত হয়েছে।

কালুখালী উপজেলায় চেয়ারম্যান পদে ৪১৩০৩ ভোট, ভাইস চেয়ারম্যান ৪১৩৪৬, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪১৩৬৩ ভোট প্রয়োগ করেন। পাংশা উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে ৮৮২৬৩ ভোট প্রয়োগ করেন।

রাজবাড়ী জেলা নির্বাচন অফিসার মোঃ অলিউল ইসলাম বলেন, মোট কাস্টিং ভোটের ১৫ ভাগ ভোট যারা পায়নি, তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ৬জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

(একে/এএস/মে ১০, ২০২৪)