সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ২০২৩-২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় স্থাপিত সমলয়ে বোরোধান কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ফসল কাটার উদ্বোধন করা হয়।

শনিবার উপজেলার রায়েদ ইউনিয়নের দরদরিয়া এলাকায় একটি ধান ক্ষেতের ধান কেটে উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়ওজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,সাবেক সিনিয়র সচিব সোরাইয়া আক্তার, সাবেক অতিরিক্ত মাহফুজুর রহমান, উপজেলা কৃষি কর্মকতা সুমন বসাক, অতিরিক্ত কৃষি কর্মকতা শাকিল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক, আইবুর রহমান, সফিকুল হাকিম হিরন মোল্লা উপজেলা কৃষক লীগের সভাপতি সুলতান উদ্দিন প্রমুখ।

(এসকেডি/এএস/মে ১১, ২০২৪)