ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃত্যু

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
আজ বুধবার বেলা আড়াই টায় দিকে ফরিদপুর পৌরসভার হাবেলী গোপালপুর খ্রিস্টান মিশনের পিছনে ট্রেনে কাটা পড়ে ওই অজ্ঞাতনামা ব্যক্তি নিহত হন। তার আনুমানিক বয়স ৫৫ বছর বলে ধারণা করছে পুলিশ।
ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা হতে ফরিদপুর গামী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনটি ফরিদপুর শহরের পৌরসভার ১ নং হাবেলী গোপালপুর খ্রিস্টান মিশনের পিছনে জনৈক আশুতোষ গুহ এর বাসার সামনে পৌঁছালে অজ্ঞাতনামা এক ব্যক্তি ট্রেন লাইনে থাকায় ট্রেনে কাটা পড়ে দ্বিখণ্ডিত হয়ে যায়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ ও লাশের পরিচয় সনাক্তে কাজ করছে পুলিশ।
(আরআর/এসপি/মে ১৫, ২০২৪)