স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : জাতীয় শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ২৩-২৪ এর রচনা বিভাগে কুরতুবী মাদরাসার ছাত্রীরা ২য় ও ৩য় পুরস্কার লাভ করেছে। 

ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এ প্রতিযোগিতার আয়োজন করে। কুরতুবী গালর্স দাখিল মাদরাসার ছাত্রী জান্নাতুল ফেরদৌস তমা দ্বিতীয় ও সাদিকুন্নাহার বর্ষা তৃতীয় স্থান অর্জন করে।

গত ১৫ মে ঢাকায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ বশিরুল আলম। বিশেষ অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আব্দুল হামিদ জমাদ্দার। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের পক্ষ থেকে কুরতুবী গালর্স দাখিল মাদরাসার ছাত্রী ও কুরতুবী সাংস্কৃতিক সংসদের আবৃত্তি শিল্পী সাদিকুন্নাহার বর্ষা বক্তৃতা প্রদান করে।

(এসএম/এসপি/মে ১৬, ২০২৪)