নওগাঁ  প্রতিনিধি : বুধবার দুপুরে শহরের পার-নওগাঁ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব তৌফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মো. আব্দুল মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করেন। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. কফিল উদ্দীন, নওগাঁ ধান্য চাল আড়তদার সমিতির সভাপতি নিরোদ বরন সাহা চন্দন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম,এ মোত্তালিব হোসেন, জেলা আ‘লীগের দপ্তর সম্পাদক শাকিল আহমেদ বাদল প্রমুখ।

(বিএম/এএস/নভেম্বর ১৯, ২০১৪)