রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের কারণে টুরিস্ট ভিসায় বাংলাদেশিদের ভারত ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা চলমান রয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৬টার পর থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। ভারতীয় ইমিগ্রেশন পুলিশের বরাত দিয়ে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি আযহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আগামী সোমবার (২০ মে) ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত শুধুমাত্র মেডিকেল ও ভারতীয় পাসপোর্ট যাত্রীরা ভারত ভ্রমণে যেতে পারবে। ২১ মে থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার পর স্বাভাবিক হবে সব ধরনের যাত্রী পারাপার।

পশ্চিমবঙ্গ সরকারের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন অফিসার স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সমস্ত আন্তর্জাতিক রুটগুলো সিলগালা করা প্রয়োজন। ফলে ১৭ মে সন্ধ্যা থেকে ২০মে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের আমদানি রফতানি বন্ধসহ টুরিস্ট ভিসায় যাতায়াত বন্ধ করা হয়েছে। শুধু মাত্র মেডিকেল ভিসায় ভারত যাওয়া যাবে। ওই ৩ দিন বন্ধ থাকবে ট্যুরিস্ট ভিসায় যাতায়াত।

বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) রেজাউল করিম বলেন, লোকসভা নির্বাচনের কারণে ৩ দিন ট্যুরিস্ট ভিসায় ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে ট্যুরিস্ট, স্টুডেন্ট ও বিজনেস ভিসায় যাত্রী যাতায়াত বন্ধ থাকলেও জরুরি মেডিকেল ভিসায় ভারতে যেতে পারবে। অন্যদিকে অনুপ্রবেশ বন্ধ করতে সীমান্ত রক্ষী বিএসএফের টহল জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বিএসএফ। রাতে সীমান্তে কাউকে যেতে দেওয়া হচ্ছে না'।

তিনি আরও জানান, বন্দরে ৫ দিনের ছুটির মধ্যে বন্দরে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বন্দরের নিজস্ব নিরাপত্তা বাহিনী ও আনসার সদস্যরা দিনে রাতে বন্দর এলাকায় টহল দিচ্ছে। পাশাপাশি বেনাপোল পোর্ট থানা কর্তৃপক্ষকেও বিষয়টি অবগত আছেন।

(আরআর/এসপি/মে ১৮, ২০২৪)